۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / ) সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ (সংকলক : আল্লামা শেখ আব্বাস কুম্মী রহঃ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পঞ্চম অমীয় বাণী। বিষয় : রোযার ফযিলত সম্পর্কে।

প্রয়াত শেখ কুলাইনী (রহঃ) ইমাম জাফর সাদিক্ব (আঃ) তাঁর পূর্বপুরুষ থেকে যে, নবী করিম (সাঃ) তাঁর সাহাবীদের বলেন :

اَلا اُخْبِرُکُمْ بِشَیءٍ اِنْ اَنْتُمْ فَعَلْتُمُوْهُ تَبَاعَدَ الشَّیْطَانُ عَنْکُمْ کَمَا تَبَاعَدَ الْمَشْرِقُ مِنَ الْمَغْرِبِ؟

قَالُوْا بَلٰی

قَالَ :

"اَلصَّوْمُ یُسَوِّدُ وَجْهَه

وَالصَّدَقَةُ تُکَسِّرُ ظَهْرَه

وَ الْحُبُّ فِی اللّٰهِ وَالْمَوَازَرَةُ عَلَی الْعَمَلِ الصَّالِحِ یَقْطَعُ دَابِرَه

وَالْاَسْتَغْفَارُ یَقْطَعُ وَ تِیْنَه"

"আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলব না, তোমরা যদি তা সম্পাদন কর তবে শয়তান তোমাদের থেকে ততটা দূরে থাকবে যতটা পূর্ব থেকে পশ্চিম?

সাহাবীরা জিজ্ঞেস করলেন, হ্যাঁ।

তিনি (সাঃ) বলেন :

রোযা শয়তানের মুখ কালো করে দেয়।

সাদকা তার পিঠ ভেঙ্গে দেয়।

মহান আল্লাহ তাআলার জন্য বন্ধুত্ব এবং ভাল কাজে পারস্পরিক সহযোগিতা তার মূল উপড়ে ফেলে।

ক্ষমা চাওয়া তার হৃদয়ের শিরা কেটে দেয়।

সূত্র, মিযানুল হিকমত খন্ড ৫ পৃষ্ঠা ৯৩..

আর প্রত্যেকটি জিনিসের উপর যাকাত রয়েছে এবং শরীরের যাকাত হল রোযা।

قَالَ رَسُوْلُ اللّٰه صَلَّ اللّٰهُ عَلَیْهِ وَآلِه وَ سَلَّمَ "اَلصَّومُ جُنَّةٌ مِّنَ النَّارِ"

মহানবী (সাঃ) বলেছেন :

"রোযা হল জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার ঢাল।"

ষষ্ঠ অমীয় বাণী।

বিষয় : পিতামাতার সাথে সদ্ব্যবহার ও আত্মীয়তা বন্ধন রক্ষা করা।

শেখ সাদুক্ব (রহঃ) ইমাম জাফর সাদিক্ব (আঃ) থেকে বর্ণনা করেছেন :

" مَنْ اَحَبَّ اَنْ یَّخِفِّفَ اللّٰهُ عَزَّ وَجَلَّ عَنْهُ سَکَرَاتِ الْمَوْتِ فَلْیَکُنْ لِقَرَابَتِه وُصُوْلا وَ بِوَلِدَیْهِ بَارًا فَاِذَا کَانَ کَذٰلِکَ هَوَّنَ اللّٰهُ عَلَیْهِ سَکَرَاتِ الْمَوْتِ وَ لَمْ یَصِبْهُ فِیْ حَیَاتِه فَقَرًا اَبَدًا"

"যে ব্যক্তি চায় যে, আল্লাহ তায়ালা তার মৃত্যু সহজ করে দেন, তবে তার উচিত তার আত্মীয়দের সাথে শান্তি স্থাপন করা এবং তার পিতা -মাতার প্রতি সদাচরণ এবং দয়া করা। যদি সে তা করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর থেকে মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেবেন এবং সে জীবনে কখনোই দরিদ্র হবে না।"

সূত্র, মিযানুল হিকমত খন্ড ৯ পৃষ্ঠা ২৬০...

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

আনুবাদ: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

تبصرہ ارسال

You are replying to: .